‘এপ্রিল ফুল’ –এর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই

‘এপ্রিল ফুল’ –এর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই

আমাদের উপমহাদেশের মুসলিমরাও খুব ঘটা করে এপ্রিল ফুলের বেদনাবহ স্মরণদিবস পালন করেন। ইসলামি ঘরানার ম্যাগাজিন, পত্র-পত্রিকা, প্রতিষ্ঠান তো বটেই আমাদের অনেক জাতীয় দৈনিকও দিবসটি নিয়ে বিভিন্ন ধরনের হামদর্দি প্রকাশ করে কলাম বা আবেগী লেখা ছাপে। ইদানীং ফেসবুক, ব্লগ, টুইটারসহ অনলাইনের হেন কোনো মাধ্যম নেই যেখানে এপ্রিল ফুল নিয়ে অতি আবেগী মুসলমানরা হামদর্দিতে আহা-উহু করেন না। কী কারণে ?
কারণ, এপ্রিলের ১ লা তারিখে মুসলমানদের করতল থেকে সম্মিলিত আক্রমণের মাধ্যমে স্পেনের তৎকালীন রাজধানী গ্রানাডা দখল করে নেন পার্শ্ববর্তী অ্যারাগোন রাজ্যের রাজা ফার্ডিন্যান্ড এবং ক্যাস্টিলের রানি ইসাবেলা।কিন্তু এটা ইতিহাসের কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিলো? সেটা কি এপ্রিল মাসে হয়েছিলো নাকি অন্য কোনো মাসে ? এখানেই আসল রহস্য। এ সম্পর্কে জানতে হলে ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাগুলো পড়তে হবে...
হাফেজ মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর
আলেম, সাংবাদিক, সাবেক সহযোগী সম্পাদক, সপ্তাহিক লিখনী

No comments:

Post a Comment