তাওহিদের বিশ্বাসসমূহ : ২৫ : জাদু এবং জাদুর শ্রেণীভূক্ত বিষয়

তাওহিদের বিশ্বাসসমূহ : ২৫ : জাদু এবং জাদুর শ্রেণীভূক্ত বিষয়

জাদু এবং জাদুর শ্রেণীভূক্ত বিষয়
কুতুন বিন কুবাইসা তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ কথা বলতে শুনেছেন,
أن العيافت والطرق والطيرت من الجبت
‘‘নিশ্চয়ই ‘ইয়াফা’, ‘তারক’ এবং ‘তিয়ারাহ’ হচ্ছে ‘জিবত’ এর অন্তর্ভূক্ত। আউফ বলেছেন, ‘ইয়াফা’ হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা। ‘তারক’ হচ্ছে মাটিতে রেখা টেনে ভাগ্য গণনা করা। হাসান বলেছেন, ‘জিবত’ হচ্ছে শয়তানের মন্ত্র। এ বর্ণনার সনদ সহিহ (আবু দাউদ, নাসায়ি, ইবনু হিববান)

ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
من اقتبس شعبة من النجوم فقد اقتبس شعبة من السحر # رواه أبوداود
‘‘যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কিছু অংশ শিখলো সে মূলতঃ জাদুবিদ্যারই কিছু অংশ শিখলো। এ [জ্যোতির্বিদ্যা] যত বাড়বে জাদু বিদ্যাও তত বাড়বে।’’ (আবু দাউদ)
হযরত আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিসে বর্ণিত আছে
من عقد عقدة ثم نفث فيها فقد سحر، ومن سحر فقد أشرك: ومن تعلق شيئا وكل إليه
‘‘যে ব্যক্তি গিরা লাগায় অতঃপর তাতে ফুঁক দেয় সে মূলতঃ জাদু করে। আর যে ব্যক্তি জাদু করে সে মূলতঃ শিরক করে আর যে ব্যক্তি কোন জিনিস [তাবিজ-কবজ] লটকায় তাকে ঐ জিনিসসের দিকেই সোপর্দ করা হয়। (নাসায়ী)
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
آلا هل أنبئكم ما العضة؟ هى النميمة ألقالة بين الناس # رواه مسلم
‘‘আমি কি তোমাদেরকে জাদু কি-এ সম্পর্কে সংবাদ দেব না? তা হচ্ছে চোগোলখুরী বা কুৎসা রটনা করা অর্থাৎ মানুষের মধ্যে কথা-লাগানো বা বদনাম ছড়ানো।’’ (মুসলিম)
জাদুর শ্রেণীভূক্ত আরেকটি বিষয় অনেক মানুষের মধ্যেই পাওয়া যায়, তা হচ্ছে চোগলখুরী বা কুৎসা রটনা করা। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, প্রিয়জনদের অন্তরে শক্রতা সৃষ্টি।
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
إن من البيان لسحرا
নিশ্চয় কোন কোন কথার মধ্যে জাদু আছে। (বুখারি ও মুসলিম)
এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়
১। ‘ইয়াফা’, ‘তারক’ এবং ‘তিয়ারাহ’ জিবতের অন্তর্ভূক্ত।
২। ‘ইয়াফা’, ‘তারক’, এবং ‘তিয়ারাহ’ এর তাফসির।
৩। জ্যোতির্বিদ্যা জাদুর অন্তর্ভুক্ত।
৪। ফুঁক সহ গিরা লাগানো জাদুর অন্তর্ভুক্ত।
৫। কুৎসা রটনা করা জাদুর শামিল।
৬। কিছু কিছু বাগ্মীতাও জাদুর অন্তর্ভূক্ত ।
রচয়িতা : মুহাম্মদ বিন আব্দুল ওহহাব

No comments:

Post a Comment