পর্ন ছবিতে সয়লাব 'টুইটার' !
অশ্লীল আর নগ্ন ছবিতে ছেয়ে গেছে জনপ্রিয় সোশাল মিডিয়া টুইটার। এই অবস্থা হুমকি হয়ে উঠেছে শিশুদের জন্যে। টুইটারে প্রতিদিন কম করে হলেও ৫ লাখ পর্ন ছবির দেখা মিলছে বলে ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়।
এই মাইক্রো-ব্লগিং প্লাটফর্মে ক্রমেই বাড়ছে পর্ন স্টারদের আনাগোনা। তারা বিশেষ করে শিশুদেরই এসব ছবির দর্শক বানাতে চাইছেন। ইন্টারনেট ফিল্টার ব্যবহার করেও ছবিগুলোকে সরানো যাচ্ছে না, জানানো হয় প্রতিবেদনে।
এদিকে, শিশুদের জন্যে হলেও অশ্লীল ছবি প্রকাশ বন্ধ করার ক্ষেত্রে টুইটারের কিছু করার নেই বলেও জানানো হয়েছে। ফেসবুক আর গুগল যখন তাদের মাধ্যমকে পর্নমুক্ত করতে বড় বড় পদক্ষেপ নিচ্ছে, সেখানে টুইটার তাল মেলাতে পুরো ব্যর্থ হয়েছে।
ইংল্যান্ডের লেবার পার্টির সাবেক এমপি হেলেন গুডম্যান বলেন, টুইটারে পর্নের ছড়াছড়ি সত্যিই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ ব্যাপারে টুইটার কোনো কাজ করতে ইচ্ছুক নয় বলেই মনে হচ্ছে।
টুইটারের এই শীতল অবস্থানে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি দায়িত্বশীল সোশাল মিডিয়ার কুরুচিপূর্ণ ও শোষনমূলক ব্যবহার। কর্তৃপক্ষকে অপদার্থ বলেও মন্তব্য করেন তারা।
ইউকে কাউন্সিল ফর চাইল্ড ইন্টারনেট সেফটি এর বিশেষজ্ঞ জন কার বলেন, পর্ন অনেক শিশুর মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। এসব দেখে অস্বাভাবিক আচরণ দেখা যেতে পারে তাদের মাঝে। সমাজের প্রতি সোশাল মিডিয়ার বিরাট দায়িত্ব রয়েছে। টুইটারের মতো জনপ্রিয় মাধ্যমের তা পালন করা উচিত।
সূত্র : জি নিউজ
No comments:
Post a Comment