সন্তানকে পর্নোগ্রাফি থেকে দূরে রাখবেন যেভাবে

সন্তানকে পর্নোগ্রাফি থেকে দূরে রাখবেন যেভাবে

সন্তানকে পর্নোগ্রাফি থেকে দূরে রাখবেন যেভাবে
উঠতিবয়সী বা টিন-এজারদের সঙ্গে পর্নোগ্রাফি নিয়ে খোলামেলা আলোচনা করলে অশ্লীল ছবির প্রতি তাদের আসক্তি এড়ানো সম্ভব, এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। পাশাপাশি উঠতিবয়সী সন্তানের সঙ্গে তার বাবা - মা যদি পর্ন ছবি নিয়ে আলোচনা করেন, তাহলে সন্তান মানসিকভাবেও দৃঢ় হয় । তাই শিশুদের সামনে অশ্লীল ছবির নেতিবাচক দিকগুলি তুলে ধরা উচিত।

গবেষকরা বলছেন, পর্নোগ্রাফির নেতিবাচক ‍দিকগুলি তুলে ধরলে উঠতি বয়সেই তাদের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটির একদল গবেষক এক সমীক্ষা চালিয়ে দেখেছেন, পর্নফিল্ম নিয়ে যে সমস্ত অভিভাবক তাঁদের সন্তানের সঙ্গে আলোচনা করেন, তারা স্কুল-কলেজেও নীল ছবি দেখা থেকে বিরত থাকে।
অভিভাবকরা পর্নোগ্রাফি নিয়ে কোনও আলোচনা করেন কি না, তা জানতে গবেষকরা প্রায় ৩০০ কলেজ পড়ুয়ার সঙ্গে কথা বলেন। জরিপে দেখা গিয়েছে, ছেলে এবং মেয়ে, যারাই অশ্লীল ছবি দেখতে গিয়ে ধরা পড়েছে তারা তত বেশি এর ক্ষতিকর দিকগুলি সম্পর্কে অভিভাবকদের গাইডেন্স পেয়েছে। জার্নাল অব চিল্ড্রেন অ্যান্ড মিডিয়াতে প্রকাশিত এই গবেষণার শেষে উল্লেখ করা হয়, এটাই প্রথম গবেষণা যেখানে দেখা গিয়েছে যে, পর্নোগ্রাফি দেখা নিয়ে সন্তানদের প্রকৃত বন্ধু হওয়া দরকার বাবা-মায়েরই।
সূত্র : কলকাতা ২৪x৭

No comments:

Post a Comment